‘১০ বছর আটকে রাখার ফন্দি ছিল’, সেনার বিরুদ্ধে তোপ ইমরানের

সোমবার সকালেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান ট্যুইটেই শরিফ সরকার ও সেনার বিরুদ্ধে সুর চড়ান।

Must read

প্রতিবেদন : সোমবার সকালেও শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দাবি করলেন, তাঁকে জেলবন্দি করার জন্য সেনাবাহিনী পরিকল্পনা করেছে। তাঁকে যাতে আগামী ১০ বছর জেলবন্দি করে রাখা যায় সে জন্য তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনার পরিকল্পনা করছে সেনা প্রধান। সেনা ও সরকার যৌথভাবে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। ইমরান সেনার এই পরিকল্পনাকে লন্ডন প্ল্যান বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন-অসুস্থ বৃদ্ধকে গাড়ি দিয়ে বাড়ি পাঠালেন অভিষেক

একই সঙ্গে তিনি বলেছেন, পাকিস্তানের মানুষকে বলতে চাই, আমি জীবনের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে যাব।
সোমবার সকালেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান ট্যুইটেই শরিফ সরকার ও সেনার বিরুদ্ধে সুর চড়ান। একাধিক ট্যুইটে তিনি বলেন, লন্ডন প্ল্যান সম্পূর্ণ সামনে চলে এসেছে। আমি জেলে থাকাকালীন দেশে হিংসা ছড়িয়েছে। অথচ তার জন্য আমায় দায়ী করা হচ্ছে। সরকার আমার গায়ে কালি ছেটাতে চাইছে। দেশদ্রোহিতার কোনও অভিযোগ এনে বুশরা বেগমকে জেলে ভরে আমায় অপদস্থ করার ছক কষা হয়েছে। আমার বিরুদ্ধেও দেশদ্রোহিতার অভিযোগ এনে ১০ বছরের জন্য আমায় জেলে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। আমার বদনাম করতে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস ছড়ানো হয়েছে।

Latest article