আবারও বিতর্কে জড়াল দেশের হাই সিকিওরিটি তিহার জেল। সৌজন্যে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ১১ মে সত্যেন্দ্র জেল সুপারকে এক চিঠিতে জানান, জেলের সেলের মধ্যে তাঁর একা থাকতে ভাল লাগছে না। হতাশা এবং একাকিত্ব গ্রাস করছে আম আদমি পার্টির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে। তাই দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর আবেদন মেনে দুই বন্দিকে তাঁর সেলে স্থানান্তর করেন জেল সুপার।
আরও পড়ুন-২৫ কোটি না দিলেই মাদক মামলা, আরিয়ানকে হুমকি, সিবিআই এফআইআরে অভিযুক্ত ওয়াংখেড়ে
আর তাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলে পড়েন জেল সুপার। অবিলম্বে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। পাশাপাশি ওই জেল সুপারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আর্থিক তছরুপের মামলায় জেলে থাকা দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন আগেই ম্যাসাজ বিতর্কে জড়িয়েছিলেন।