২৫ কোটি না দিলেই মাদক মামলা, আরিয়ানকে হুমকি, সিবিআই এফআইআরে অভিযুক্ত ওয়াংখেড়ে

২৫ কোটি টাকা না দিলে তাঁর ছেলে আরিয়ানকে মাদক মামলায় ফাঁসানো হবে। এই হুমকি দেওয়া হয়েছিল অভিনেতা শাহরুখ খানের পরিবারকে

Must read

নয়াদিল্লি : ২৫ কোটি টাকা না দিলে তাঁর ছেলে আরিয়ানকে মাদক মামলায় ফাঁসানো হবে। এই হুমকি দেওয়া হয়েছিল অভিনেতা শাহরুখ খানের পরিবারকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা এফআইআর-এ এই হুমকির কথা উল্লেখ করা হয়েছে। ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বইয়ে একটি বিলাসবহুল ক্রুজ থেকে আরিয়ান খান এবং অন্যদের গ্রেফতার করেছিলেন ওয়াংখেড়ে। আরিয়ান-সহ অন্যদের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক মজুত রাখার অভিযোগ করেছিলেন তিনি।

আরও পড়ুন-খাড়্গের বিরুদ্ধে মানহানি মামলা

সেই ওয়াংখেড়েই এখন দুর্নীতি এবং অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হয়েছেন। সিবিআই তার এফআইআর-এ ওয়াংখেড়ের বিদেশ ভ্রমণ এবং দামি হাত ঘড়ি বিক্রি ও কেনার বিষয় উল্লেখ করেছে। এনসিবি কর্তার ঘোষিত আয়ের তুলনায় তাঁর অর্জিত সম্পদের যথেষ্ট বেশি। ওয়াংখেড়ে তাঁর বিদেশ সফরের যথাযথ কারণ ব্যাখ্যা করতে পারেননি। তাঁর বিদেশ ভ্রমণ সংক্রান্ত যে হিসেব পেশ করেছিলেন তাতেও ভুল ছিল। সিবিআইয়ের এফআইআর-এ ওয়াংখেড়ে ছাড়া অন্য চার অভিযুক্তের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ব বিজয় সিং এবং আশীষ রঞ্জন, তৎকালীন এনসিবি-র সিনিয়র অফিসার এবং কেপি গোসাভি এবং তার সহযোগী সানভিল ডি’সুজা।

Latest article