২৬ বার, নজির গড়লেন পাসাং দাওয়া শেরপা

বাধা ও প্রাকৃতিক দুর্যোগ তার দুচোখের সামনে। চোখ মেললেই মাইলের পর মাইল শুধু বরফ। তবু পায়ের তলায় সর্ষে।

Must read

বাধা ও প্রাকৃতিক দুর্যোগ তার দুচোখের সামনে। চোখ মেললেই মাইলের পর মাইল শুধু বরফ। তবু পায়ের তলায় সর্ষে। সবরকম প্রতিকূলতা কাটিয়ে ২৬ বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠলেন নেপালের পাসাং দাওয়া শেরপা (Pasang Dawa Sherpa)। জানা গিয়েছে সবচেয়ে বেশিবার মাউন্ট এভারেস্টে ওঠার পরিসংখ্যানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন পাসাং দাওয়া শেরপা।

আরও পড়ুন-এবার কর্নাটকেও জনতার থাপ্পড় খেলেন দলবদলু বিজেপি প্রার্থীরা

বয়স ৪৬ বছর। রিতা শেরপার সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি। তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যদি আরেকবার জয় করতে পারেন তাহলে নতুন রেকর্ড সৃষ্টি করবেন।

আরও পড়ুন-কৃষিক্ষেত্রে উপগ্রহের সহযোগিতা

সূত্রের খবর, পাসাং দাওয়া একজন হাঙ্গেরিয়ান অভিযাত্রীর সঙ্গে পৃথিবীর শীর্ষে গিয়েছেন। তাঁর নিয়োগকর্তা ইমাজিন নেপাল ট্রেক্স একটি হাইকিং কোম্পানি। তাঁর কর্মকর্তা জানান, ‘তারা এখন এভারেস্ট থেকে নেমে আসছে এবং ভালো অবস্থায় আছে।’

আরও পড়ুন-ভারতীয় রেলে ডিজেল ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি! অডিটে ফাঁস কেলেঙ্কারি

প্রসঙ্গত শেরপারা নিজেদের দক্ষতা এবং যাত্রাকালীন অভিজ্ঞতা দিয়ে অভিযাত্রীদের সাহায্য করেন। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট চূড়া জয় করেন। এখনও পর্যন্ত এই চূড়া জয়ের লক্ষ্যে ৩২০ জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।

Latest article