দুলাল সিংহ, বালুরঘাট: ব্যাঙ্কে না গিয়েও অ্যাকাউন্ট থেকে তোলা যাবে টাকা। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায় ৩৭টি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর হাতে হাতে বায়োমেট্রিক মেশিন তুলে দিল দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা প্রশাসন। মঙ্গলবার বালুরঘাটে বালুছায়া অডিটোরিয়াম হলে আনন্দধারা প্রকল্পের মধ্যমে সরকারি ব্যবস্থ্যাপনায় ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত জেলার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে বায়োমেট্রিক মেশিন তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, ওই ৩৭ জন সদস্যাকে সরকারিভাবে বায়োমেট্রিক মেশিন ব্যবহার করার প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। তিনি জানিয়েছেন, এর আগেও স্বনির্ভর দলের একটি ব্যাচকে এই প্রশিক্ষণ প্রদান করে কাজে নামানো হয়েছিল যাতে গ্রামের মানুষজন ঘরে বসেই ব্যাঙ্কের সুবিধে পেতে পারেন। জানা গিয়েছে, এর ফলে গ্রামের মানুষরা ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে ফোন মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসেই তাঁদের ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকা প্রয়োজনমতো তুলতে পারবেন। ফলে বয়স্ক মানুষদের ব্যাঙ্কের কাজে হয়রানি কিছুটা কমবে।
জেলা প্রশাসন সূত্রে খবর, কাজের বিনিময়ে এই স্বনির্ভর দলের মহিলারা একটা নির্দিষ্ট হারে কমিশনও পাবেন। ফলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের আরও আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে পারবেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বাসিন্দারা।
আরও পড়ুন-ব্যাঙ্ক বেসরকারীকরণ, সিদ্ধান্ত নিতে কেন্দ্র গড়বে নয়া কমিটি