সিবিআই ফাঁসাচ্ছে, জামিন পেয়ে অভিযোগ বিকাশের

Must read

প্রতিবেদন : ফের সিবিআইয়ের বিরুদ্ধে চাপ দিয়ে নাম বলানোর অভিযোগ তুললেন কয়লা পাচার মামলায় জামিন পাওয়া বিকাশ মিশ্র (Bikash Mishra)। এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে গোয়েন্দা এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানোর অভিযোগ উঠেছে গোটা দেশে। মোদি সরকারের হয়ে এজেন্সিগুলো ক্যাটালিস্টের কাজ করছে বলে সোচ্চার হয়েছেন বিরোধী নেতারা। সেই অভিযোগ নতুন মাত্রা পেল বিকাশের কথায়। মঙ্গলবার চারদিনের হেফাজত শেষে আসানসোল সিবিআই আদালতের বিচারক এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে শর্তসাপেক্ষে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশকে চারদিন নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হলে বিকাশকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে মামলার কেস ডায়েরি চান। তা দেখে বিচারক জানতে চান, মূল অভিযুক্তর মুখোমুখি বসিয়ে বিকাশকে জেরা করা হয়েছে কি না? আইও জানান, ‘‘যা করার করা হয়েছে।’’ এরপরই বিচারক বিকাশকে জামিনের নির্দেশ দিয়ে বলেন, ‘‘হাইকোর্ট বিকাশ মিশ্রকে (Bikash Mishra) যে শর্তে জামিন দিয়েছে, সেই সব শর্ত জামিনের ক্ষেত্রে বলবৎ থাকবে।’’ জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে বিকাশ এদিন সাংবাদিকদের বলেন, ‘‘সিবিআই আমাকে ফাঁসাচ্ছে। মিথ্যে মামলা সাজাচ্ছে।’’ তবে সিবিআই হেফাজতে থাকাকালীন অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়েছে কি না তা নিয়ে মন্তব্য করেননি তিনি। যদিও সিবিআই সূত্রে খবর, ১৩ মে অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়। সেদিনই তাঁর মুখোমুখি বিকাশকে বসানো হয়। বিকাশ বলেন, ‘‘প্রথম থেকেই সিবিআইকে তদন্তে সহযোগিতা করছি। ভবিষ্যতেও করব।’’

আরও পড়ুন- বাড়িতে বসেই এবার তোলা যাবে টাকা

Latest article