অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। আজ, বৃহস্পতিবার ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি। এদিন সকালে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, আজ বিকেলের পর থেকে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি (Bengal- Rainfall) হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কিছু জায়গায় ঝোড়ো হাওয়া চলবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস বলছে, আজ সকালের পর থেকে প্রায় গোটা দিনই থাকবে মেঘলা আকাশ। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। এছাড়া বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা সামান্য বাড়তে পারে। বুধবারের পর বৃহস্পতিবারও উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়া মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Bengal- Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে।
আরও পড়ুন- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা?