আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে যাতে কর্ণাটকের মতো ফল না হয় এই কারণে সতর্ক মোদি সরকার। সুযোগ বুঝেই কি কেন্দ্রীয় আইন মন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেন রিজিজুকে? তবে নতুন আইনমন্ত্রী হলেন রাজস্থানের ভূমিপুত্র অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। তিনি আগে সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় আইনমন্ত্রীর পাশাপাশি তিনি (Arjun Ram Meghwal) এই মন্ত্রকগুলির দায়িত্বও পালন করবেন। সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কোনও প্রতিমন্ত্রীকে সম্পূর্ণ আইনমন্ত্রকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। কিরণ রিজিজু পেলেন ভূ-বিজ্ঞান মন্ত্রকের মত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব ।
দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের মধ্যে একাধিক বিষয় নিয়ে সংঘাত তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কলোজিয়াম ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন মামলায় রায় নিয়ে একাধিকবার আইনমন্ত্রী কিরণ রিজিজু সরাসরি বিচার বিভাগের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। এই আবহে লোকসভা ভোটের ঠিক এক বছর আগে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে কিরেন রিজিজুকে সরানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন-রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা?