প্রতিবেদন : যুব প্রজন্মকে ব্যবসায় উত্সাহ দিতে রাজ্য সরকার নতুন স্টার্ট আপ পলিসি তৈরি করছে। নতুন নীতিতে উত্সাহী ব্যক্তি বা সম্ভাবনাময় নতুন প্রতিষ্ঠানকে রাজ্য সরকার সহজ শর্তে টাকার জোগান দিতে পারবে। এজন্য প্রাথমিকভাবে ২৫০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, আর্থিক সহায়তার পাশাপাশি ব্যবসার সামগ্রিক পরিকাঠামো গড়তেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় রাজ্য। তার জন্য বিশেষজ্ঞ সংস্থাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন-আমন্ত্রিত তৃণমূলনেত্রীও
এই নতুন পরিকল্পনা রূপায়ণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সম্প্রতি নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। অর্থসচিব মনোজ পন্থ, ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পাণ্ডে সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রকল্পের সম্ভাব্য তহবিল কবে থেকে চালু করা সম্ভব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে রাজ্যের ক্ষুদ্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পাশাপাশি এই নতুন প্রকল্প এসে গেলে বহু মানুষ উপকৃত হবেন। তবে প্রস্তাবিত প্রকল্পে আরও বেশি অঙ্কের আর্থিক সহায়তা পাওয়া সম্ভব।
আরও পড়ুন-সঠিক দাম না মেলায় পেঁয়াজ নর্দমায় ফেলে দিচ্ছেন কৃষকরা, ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের চিত্র
জানা গিয়েছে প্রস্তাবিত তহবিলের মধ্যে ২০০ কোটি টাকা ‘ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড’ হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ কয়েক বছরের মধ্যে শুরু হওয়া সম্ভাবনাময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরাসরি টাকা বিনিয়োগ করবে রাজ্য। ফলে ওই সংস্থার নির্দিষ্ট অংশীদারিত্বও থাকবে রাজ্যের হাতে। বাকি ৫০ কোটি টাকা এমন সম্ভাবনাময় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাখা হচ্ছে, যেগুলি সবে শুরু হতে চলেছে।