আমন্ত্রিত তৃণমূলনেত্রীও

বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর কাছে কংগ্রেসের আমন্ত্রণপত্র এসেছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীও।

Must read

প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অবিজেপি দলগুলিকে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বারবার বলেছেন, বিরোধীরা ঐক্যবদ্ধ হলেই মোদি সরকারের পরাজয় সুনিশ্চিত। একই সঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন বিজেপি সরকারকে উৎখাত করতে ২০০ আসনে কংগ্রেস লড়াই করুক। অন্যদিকে সংশ্লিষ্ট রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী তারা লড়াই করুক। এরই মধ্যে শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সিদ্দারামাইয়া।

আরও পড়ুন-সঠিক দাম না মেলায় পেঁয়াজ নর্দমায় ফেলে দিচ্ছেন কৃষকরা, ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের চিত্র

সেই শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের একবার একই মঞ্চে হাজির হতে চলেছেন অবিজেপি দলগুলির নেতা-নেত্রীরা। বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর কাছে কংগ্রেসের আমন্ত্রণপত্র এসেছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীও। তৃণমূল নেত্রী ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। আমন্ত্রিতদের মধ্যে আছেন অখিলেশ যাদব, শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব, ফারুক আবদুল্লা, নবীন পট্টনায়েক, মেহবুবা মুফতিও।

Latest article