প্রতিবেদন : গত বিধানসভা ভোটে বুথে কার কী ভূমিকা ছিল, সেটা দেখেই এবার প্রার্থী ঠিক হবে। আমাদের মধ্যে কিছু লোক আছে যারা আমাদের সঙ্গে ভোটের সময়ে গদ্দারি করেছে। বৃহস্পতিবার বাঁকুড়ার অধিবেশনে দলীয় নেতা-কমীদের সামনে রেখে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি স্পষ্ট বুঝিয়ে দেন বেইমানি -গদ্দারি করে দল করা যাবে না। তিনি দলবদলু-শুভেন্দুর নাম না করে বলেন, গদ্দারকে আমি ২০১৪ সালে চিহ্নিত করেছিলাম। সেই জন্যেই তো গদ্দারের আমার ওপর রাগ। এরপরই তাঁর বক্তব্য, নেতাদের কোন্দল যতই হোক, নেতাদের সামনে দেখে মানুষ লোকসভায় ভোট দেয় না৷ আমি ধরে নিলাম কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৮ সালে জিতেছিলাম। তার রেশ ছিল। তবে অনেক জায়গায় আমরা জিতিয়েওছিলাম। একটা প্রচার হয়েছিল, সেটার প্রভাব পড়েছিল আমি মানছিলাম। জেলায় ৮০-৮২ হাজার ভোটে পিছিয়ে আছি ২০২১ সালের ভোটের প্রেক্ষিতে। তবে ২০১৯ সালে আমরা ২-২.৫ লক্ষ ভোটে পিছিয়েছিলাম। সেটাকে আমরা অনেক কমাতে পেরেছি। দলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ, নিজেদের মনোমালিন্য, নিজেদের মতপার্থক্য সরিয়ে কাজ করতে হবে৷ তাঁর কথায়, ২০২১ সাল অবধি তৃণমূল কংগ্রেস একরকম দেখেছেন৷ এখন দেখছেন তো। পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না? আগামী দিনে দল এই ভাবেই চলবে৷
আরও পড়ুন- বিজেপির প্রতিবাদ মিছিলে বোমা, আহত তৃণমূলকর্মী, টুইটবার্তায় প্রতিবাদ কুণাল ঘোষের