স্পাইডার-ম্যানের ট্রেলার লঞ্চ করলেন শুভমন গিল

স্পাইডার-ম্যান এই প্রথমবার সম্পূর্ণ দেশীয় রূপে সামনে আসবে। প্রথমবার হলিউডের একটি চলচ্চিত্র ১০টি ভাষায় মুক্তি পাবে।

Must read

ট্রেলার (Trailer) লঞ্চের সঙ্গে স্পাইডার-ভার্স জুড়ে প্রথম ভারতীয় স্পাইডার-ম্যান (Spiderman)হলেন পবিত্র প্রভাকর। নির্মাতারা ঘোষণা করেছেন যে ভারতীয় স্পাইডার-ম্যান, পবিত্র প্রভাকরের ডাবিং করবেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। আজ, মুম্বাইতে ক্রিকেটার স্পাইডার-ম্যানের সর্বাধিক প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ করেছেন।

আরও পড়ুন-বিজেপির প্রতিবাদ মিছিলে বোমা, আহত তৃণমূলকর্মী, টুইটবার্তায় প্রতিবাদ কুণাল ঘোষের

স্পাইডার-ম্যান এই প্রথমবার সম্পূর্ণ দেশীয় রূপে সামনে আসবে। প্রথমবার হলিউডের একটি চলচ্চিত্র ১০টি ভাষায় মুক্তি পাবে।

এর সম্পর্কিত সংলাপগুলিই হোক বা ট্রেলারে প্রদর্শিত আঁকড়ে ধরার আখ্যানই হোক, ফিল্মের প্রতিটি অংশই আমাদের ভারতীয় শিকড়ের সাথে যোগসূত্র স্থাপন করবে। ভারতীয় ভক্তদের কাছে স্পাইডার-ম্যান হিসাবে আরও একটি বড় চমক রয়েছে: অ্যাক্রস দ্য স্পাইডারভার্স মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তির একদিন আগেই ভারতে মুক্তির জন্য প্রস্তুত!

আরও পড়ুন-বুথভিত্তিক কমিটি গড়ে পঞ্চায়েত ভোটের প্রচারে জোর, হাওড়া যুবকর্মীদের চাঙ্গা করলেন সায়নী

‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি এবং বাংলায় ১ জুন ২০২৩-এ মুক্তি পাবে শুধুমাত্র সমস্ত সিনেমা হলে।

Latest article