বাইরে কে কী বলল, পাত্তা দিই না : বিরাট

সেই ২০১৯ সালের পর থেকে কিছুতেই আইপিএলে তিন অঙ্কের রানে পৌঁছতে পারছিলেন না বিরাট কোহলি। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান

Must read

হায়দরাবাদ, ১৯ মে : সেই ২০১৯ সালের পর থেকে কিছুতেই আইপিএলে তিন অঙ্কের রানে পৌঁছতে পারছিলেন না বিরাট কোহলি। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান। আইপিএলে ষষ্ঠ শতরান করে ফেললেন। বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬২ বলে শতরান করেছেন কিং কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্লে-অফের দৌড়েও ভাসিয়ে রেখেছেন। দলকে জিতিয়ে মাঠের বাইরেও আগ্রাসী মেজাজে বিরাট। জানিয়ে দিলেন, সমালোচকদের তিনি কখনও গুরুত্ব দেন না।

আরও পড়ুন-দ্য সলমন খান শো

আত্মবিশ্বাসী বিরাট বলেছেন, ‘‘আমি তো ভালই ব্যাট করছি। সেঞ্চুরির আগে বেশ কিছু ভাল ইনিংস এবারের আইপিএলেও খেলেছি। এটা আমার ষষ্ঠ আইপিএল-সেঞ্চুরি। নিজে কৃতিত্ব নিতে চাই না। কারণ, এমনিতেই আমি নিজেকে অনেক চাপের মধ্যে রেখেছি।’’ যোগ করেন, ‘‘আমি নিজের খেলাটা খেলতে পারলেই খুশি। বাইরে থেকে কে কী বলল, তা নিয়ে আমি পরোয়া করি না। এটা তাদের মতামত। এটা ঠিক, শেষ কয়েকটি ম্যাচে আমি রান পাইনি। নেটে যেভাবে খেলছিলাম, ম্যাচে সেটা হচ্ছিল না। তাই এই ম্যাচে কিছু করতে চেয়েছিলাম। প্রথম থেকেই নিজের মতো খেলেছি।’’

আরও পড়ুন-ডায়মন্ডহারবারের সভায় পার্থ, সাম্প্রদায়িকতা বাংলা বরদাস্ত করে না

সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ব্যাটিংয়ের সময় সেটাও মাথায় রাখছেন বিরাট। বলেছেন, ‘‘আমি অভিনব শট খেলার দিকে ঝুঁকছি না। সেটা করতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসতে চাই না। আইপিএলের পর টেস্ট ক্রিকেট রয়েছে। তাই আমার টেকনিকে স্থির থাকা জরুরি।’’ বিরাট আরও বলেন, ‘‘ফাফের (ডুপ্লেসি) সঙ্গে সফল জুটির নেপথ্যে রয়েছে ট্যাটু। আমরা এই মরশুমে জুটিতে ৯০০-র উপর রান করেছি। এবি’র (ডিভিলিয়ার্স) সঙ্গে ব্যাট করার যে মজা ছিল, সেটা ফাফের সঙ্গেও পাই। ফাফই ব্যাট করতে নামার আগে বলেছিল, আমি সেঞ্চুরি করব।’’

Latest article