নিয়ম মেনেই শিবিরে দীপা, অভিযোগের ব্যাখ্যা ফেডারেশনের

কিন্তু নির্বাসনের মধ্যেই জাতীয় শিবিরে অনুশীলনের জন্য ডাকা হয়েছে দীপাকে। সম্ভাব্য ভারতীয় জিমন্যাস্টিক্স দলেও রয়েছেন।

Must read

প্রতিবেদন : ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ২১ মাসের নির্বাসন পর্ব কাটাচ্ছেন দেশের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার। ১০ জুলাই নির্বাসন উঠবে। কিন্তু নির্বাসনের মধ্যেই জাতীয় শিবিরে অনুশীলনের জন্য ডাকা হয়েছে দীপাকে। সম্ভাব্য ভারতীয় জিমন্যাস্টিক্স দলেও রয়েছেন। বিতর্ক তৈরি হওয়ার পর মুখ খুলেছে জাতীয় জিমন্যাস্টিক্স ফেডারেশন। তারা জানিয়েছে, দীপাকে অনুশীলন করার ছাড়পত্র দেওয়া হয়েছে ওয়াডার (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) নিয়ম মেনেই।

আরও পড়ুন-বাইরে কে কী বলল, পাত্তা দিই না : বিরাট

ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থার প্রধান সুধীর মিত্তল নিয়ম উল্লেখ করে বলেছেন, ‘‘ওয়াডা-র ধারা ১০.১৪.১ অনুযায়ী দীপা কর্মকারের অনুশীলনে নামার ক্ষেত্রে কোনও বাধা নেই। নির্বাসন শেষ হওয়ার দু’মাসের কম সময় বাকি থাকলে এক জন অ্যাথলিট অনুশীলন শুরু করতে পারেন। সেই মতোই দীপা অনুশীলন শুরু করেছে। জাতীয় শিবিরেও ডাকা হয়েছে। এশিয়ান গেমস সেপ্টেম্বরে। সেখানে দীপাকে পাঠানোর ভাবনা রয়েছে। এশিয়ান গেমসের শিবির শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। ততদিনে দীপার নির্বাসন উঠেই যাবে।’’
প্রসঙ্গত, ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দীপার ২১ মাসের নির্বাসন শুরু হয় ২০২১ সালের ১১ অক্টোবর থেকে। দীপার শরীরে হাইজিনামিন নামের একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। তারপরই আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন নির্বাসনের শাস্তি দেয় দীপাকে।

Latest article