শপথ নিলেন দুই বিচারপতি

শুক্রবার সুপ্রিম কোর্টের দুই নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন প্রশান্ত কুমার মিশ্র এবং প্রবীণ আইনজীবী কে ভি বিশ্বনাথন।

Must read

প্রতিবেদন : শুক্রবার সুপ্রিম কোর্টের দুই নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন প্রশান্ত কুমার মিশ্র এবং প্রবীণ আইনজীবী কে ভি বিশ্বনাথন। বৃহস্পতিবারই কলেজিয়ামের সুপারিশ করা এই দুই জনের নামে চূড়ান্ত সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বিচারপতি মিশ্র এতদিন অন্ধপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন। তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করা হল। অন্যদিকে সদ্য বিচারপতি পদে যোগ দেওয়া বিশ্বনাথন আগামী দিনে দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন।

আরও পড়ুন-নিয়ম মেনেই শিবিরে দীপা, অভিযোগের ব্যাখ্যা ফেডারেশনের

২০৩০ সালের ১১ অগাস্ট অবসর নেবেন বর্তমান বিচারপতি জে বি পারদিওয়ালা। তাঁর অবসরের পর দেশের প্রধান বিচারপতি হবেন বিশ্বনাথন। দুই বিচারপতির শপথ নেওয়ার ফলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৪। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং এম আর শাহ সম্প্রতি অবসর নিয়েছিলেন। তাঁদের জায়গায় এলেন বিচারপতি মিশ্র ও বিচারপতি বিশ্বনাথন। বিচারবিভাগের সঙ্গে ধারাবাহিক সংঘাতের জেরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে সরিয়ে দিয়েছে মোদি সরকার। সরানো হয়েছে আইনমন্ত্রকের প্রতিমন্ত্রীকেও। এর একদিনের মধ্যে কলেজিয়ামের সুপারিশ মেনে নতুন দুই বিচারপতি নিয়োগে সম্মতি দেয় কেন্দ্র।

Latest article