সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি রায়কতপাড়া বারোয়ারি দুর্গাপূজো কমিটির দুর্গাপুজো ৯২ বছরে পদার্পণ করছে। থিম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’। সহজপাঠের বিভিন্ন অংশ মণ্ডপে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। এই দৃশ্য দেখার পর প্রত্যেকেই স্মৃতিমে্দুর হতে পারেন।
প্রাথমিকের সেই পাঠস্মৃতিতে ফিরে যাওয়ার একটি রূপরেখা তৈরি হয়েছে এখানে। কমিটির সহ-সভাপতি অপু বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে, অস্থিমজ্জায়- এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। কোভিড বিধি মেনে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে এখানে। আর্থিক অনুদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতি।