নয়াদিল্লি, ২০ মে : দিল্লি ক্যাপিটালকে ৭৭ রানে হারিয়ে প্লে-অফে চেন্নাই সুপার কিংস (Delhi Capitals vs CSK)। গুজরাট টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করলেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে, জার্সি পাল্টেও ভাগ্য বদলাল না দিল্লির। হার দিয়েই এবারের মতো আইপিএল অভিযান শেষ করলেন ডেভিড ওয়ার্নাররা।
এদিন ধোনি যখন টস করতে গেলেন, তখন কোটলার গ্যালারিতে শুধুই ধোনি ধোনি চিৎকার। উন্মাদনা এতটাই চরমে উঠেছিল যে, টসের সময় ধোনির কথা শুনতেই পাননি সঞ্চালক ড্যানি মরিসন! তিনি হাতের ইশারায় প্রশ্ন করলেন, কী সিদ্ধান্ত নিলেন ধোনি। পাল্টা ক্যাপ্টেন কুলও ইশারায় জানান, তাঁরা আগে ব্যাটিং করবেন।
চেন্নাইয়ের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। দু’জনে এতটাই দাপটে ব্যাট করেছেন যে, দিল্লির বোলিংকে ক্লাবস্তরের বলে হয়েছে। ঋতুরাজ শেষ পর্যন্ত ৫০ বলে ৭৯ রান করে আউট হন। তাঁর ঝোড়ো ইনিংস তিনটি চার ও সাতটি ছয় দিয়ে সাজানো ছিল। অন্যদিকে, ৫২ বলে ১১টি চার ও ৩টি ছয় মেরে ৮৭ রান করেন কনওয়ে। এরপর শিবম দুবে (৯ বলে ২২ রান) এবং রবীন্দ্র জাদেজা (৭ বলে অপরাজিত ২০) দলের রান দিল্লির ধরাছোঁয়ার বাইরে পৌঁছে দিয়েছিলেন।
জেতার জন্য ২২৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট খুইয়েছে দিল্লি (Delhi Capitals vs CSK)। পৃথ্বী শ (৫), ফিল সল্ট (৩), রিলি রোসোরা (০) চূড়ান্ত ব্যর্থ। বিপর্যয়ের মধ্যে একা কুম্ভের মতো লড়ে গেলেন ওয়ার্নার। তিনি ৫৮ বলে ৮৬ রান করে আউট হতেই সব শেষ। চেন্নাইয়ের দীপক চাহার ২২ রানে ৩ উইকেট দখল করেন। দু’টি করে উইকেট পান মহেশ থিকসানা ও মাথিশা পাথিরানা।
আরও পড়ুন- ওবামা-সহ ৫০০ মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা রাশিয়ার