প্রতিবেদন : সপ্তাহের শুরুতেই কালবৈশাখী মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে। সপ্তাহ শেষে আবারও স্বস্তির খবর৷ শনিবার মৌসম ভবন (IMD) জানিয়েছে, আগামী ৪ দিন গোটা দেশে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত (Rainafall) হবে। এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি বলে উল্লেখ করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্ষা প্রবেশ করেছে। ধীরে ধীরে তা দক্ষিণ-পশ্চিম দিকে এগোচ্ছে। তবে এখনই বর্ষা মূল ভূখণ্ডে প্রবেশ করবে না। বর্ষার মরশুম আনুষ্ঠানিকভাবে শুরু হতে কিছুটা সময় লাগবে।
মৌসম ভবনের (IMD) খবর, আগামীকাল থেকে কয়েকদিন দেশজুড়ে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। অসম ও মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন দক্ষিণ ভারতের বেশিরভাগ রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরপ্রদেশ ও রাজস্থানে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়েও আগামী চারদিন বৃষ্টিপাত হবে। একইসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, রবিবার উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড ও ছত্রিশগড়েও। আগামী চারদিন কোঙ্কন উপকূল এলাকায় অস্বস্তিকর গরম ও চড়া তাপমাত্রা থাকবে।
আরও পড়ুন- ২০০০ টাকার নোটবন্দির পরই সরকারি অফিস থেকে উদ্ধার কয়েক কোটি!