২০০০ টাকার নোটবন্দির পরই সরকারি অফিস থেকে উদ্ধার কয়েক কোটি!

Must read

প্রতিবেদন : দু’হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজস্থানের (Cash-Gold- Rajasthan) এক সরকারি অফিস থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। তবে শুধু টাকা নয়, এর সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনাও। টাকা ও সোনা উদ্ধারের এই ঘটনায় ইতিমধ্যেই ওই সরকারি অফিসের ৮ কর্মীকে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।
পুলিশ জানিয়েছে, জয়পুরে যোজনা ভবন নামে একটি সরকারি অফিসের বেসমেন্টে ওই টাকার পাহাড় জমেছিল। দীর্ঘদিন ধরে সেখানে ওই বিপুল পরিমাণ টাকা পড়ে থাকলেও কেন সেটা কারও নজরে এল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই টাকা কোথা থেকে এল তা জানতে তদন্ত চলছে। পুলিশের দাবি, ওই টাকার পাশেই প্রায় এক কেজি ওজনের সোনার বিস্কুট (Cash-Gold- Rajasthan) মিলেছে। মহেশ গুপ্তা নামে রাজস্থানের এক শীর্ষ সরকারি অফিসার পুলিশকে ওই টাকা পড়ে থাকার খবর জানান। ওই খবরের ভিত্তিতেই যোজনা ভবনে অভিযান চালায় পুলিশ। জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, যোজনা ভবনের বেসমেন্ট থেকে মিলেছে ২ কোটি ৩১ লক্ষ টাকা এবং এক কেজি সোনার বিস্কুট। ওই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ওই টাকা কোথা থেকে এল তা জানতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- কর্নাটকে শপথ সিদ্দা–শিবার

Latest article