প্রতিবেদন : ম্যাচটা ছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টাসের মধ্যে। সেসব ছাপিয়ে শনিবারের ইডেন যুদ্ধে সবুজ-মেরুন ছোঁয়া লাগে। আর তাতেই বিপত্তি। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ দল মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান দিয়ে সবুজ-মেরুন জার্সি পরে খেলার সিদ্ধান্ত নেয়। মোহনবাগানের অন্যতম ডিরেক্টর গোয়েঙ্কা সেটা করতেই পারেন। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে সমর্থন ভাঙানোর অভিযোগ ওঠে প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজির তরফে। এরপর শনিবার ম্যাচের দিন নতুন ঝামেলা।
আরও পড়ুন-প্রাপ্তি রিঙ্কু, বার্তা নীতীশের
অনেক মোহনবাগান সমর্থক এদিন সবুজ-মেরুন জার্সি পরে মাঠে প্রবেশ করতে চান। একটি ফ্যান ক্লাবের সদস্যরা গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে রালি করে ইডেনে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু মাঠে ঢোকার সময় গেটে নিরাপত্তারক্ষী এবং কেকেআর কর্তৃপক্ষের তরফে মোহনবাগান সমর্থকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের বলা হয়, অন্য ক্লাবের লোগো লাগানো জার্সি পরে মাঠে ঢোকা যাবে না। এমনকী মোহনবাগানের পতাকা, স্কার্ফ নিয়েও তাঁদের মাঠে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ একটি ফ্যান ক্লাবের সমর্থকদের। অভিযোগ, ৯ এবং ১৩ নম্বর গেটে মোহনবাগান সমর্থকদের গেটে আটকে দেওয়া হয়। এক মোহনবাগান সমর্থক বললেন, “পতাকা, স্কার্ফ বাইরে রেখেই মাঠে ঢুকতে হয়। অনেকে আবার জার্সি উল্টো করে পরে মাঠে ঢোকে।” তবে ইডেনের গ্যালারিতে বেগুনি স্রোতে ঢাকা পড়ে যায় সবুজ-মেরুন আবেগ।