প্রাপ্তি রিঙ্কু, বার্তা নীতীশের

রিঙ্কু সিংয়ের আরও একটা অবিশ্বাস্য ইনিংস। তবে এবার অল্পের জন্য জয় এল না। মাত্র এক রানে হেরে নাইটদের প্লে-অফ স্বপ্নের সলিল সমাধি।

Must read

চিত্তরঞ্জন খাঁড়া: রিঙ্কু সিংয়ের আরও একটা অবিশ্বাস্য ইনিংস। তবে এবার অল্পের জন্য জয় এল না। মাত্র এক রানে হেরে নাইটদের প্লে-অফ স্বপ্নের সলিল সমাধি।

আরও পড়ুন-হেরেই প্লে-অফ দৌড় শেষ নাইটদের

মরশুমে কেকেআরের প্রাপ্তি বলতে শুধুই রিঙ্কু। আন্দ্রে রাসেলকে সরিয়ে সেরা ফিনিশার হিসেবে উঠে এলেন নাইট তরুণ। দলকে প্লে-অফে তুলতে হয়তো তুলতে পারলেন না। কিন্তু রিঙ্কুর উত্থান এবারের আইপিএলের অন্যতম সেরা আকর্ষণ হয়ে থাকবে। প্রায় অসাধ্যসাধন করে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচটা প্রায় জিতিয়েই দিয়েছিলেন রিঙ্কু। শেষ পর্যন্ত ম্যাচের পর হতাশা ঢেকেও কেকেআর অধিনায়ক নীতীশ রানার গলায় রিঙ্কু-বন্দনা। বললেন, ‘‘আমি ১৪টা ম্যাচেই রিঙ্কুকে প্রত্যেকবার বলেছিলাম, ম্যাচের পর আমি মাইক ধরব তোমার সামনে। সত্যিই, রিঙ্কুকে ব্যাখ্যা করার মতো শব্দ আমার জানা নেই। যদি ও এইরকম পরিস্থিতিতে এভাবে ব্যাট করতে পারে, তাহলে ওর যা খুশি করার ক্ষমতা আছে।’’

আরও পড়ুন-মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন যেন সাধারণ কবিতাও নয়

প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ দল। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে নেট রান রেট বাড়ানোর জন্য বড় ব্যবধানে জেতা জরুরি ছিল দলের। নাইট অধিনায়ককে অবশ্য সেই প্রশ্নের সামনে পড়তে হয়নি ম্যাচের পর। নীতীশ শুধু বললেন, ‘‘আমাদের ম্যাচ ফিনিশ করা উচিত ছিল। কারণ, আমাদের সেই ক্ষমতা ছিল। এই মরশুমে অনেক পজিটিভ রয়েছে। আশা করি, শক্তিশালী দল হিসেব পরের মরশুমে আমরা ফিরে আসব।’’

আরও পড়ুন-অসাধারণ বর্ণনার পাশাপাশি সংলাপ রচনাতেও পারদর্শী

প্লে-অফে উঠে উচ্ছ্বসিত লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের সেরা নিকোলাস পুরান বললেন, ‘‘কেকেআরের স্পিনাররা লুজ বল দেবে জানতাম। ছোট মাঠ। সুযোগ কাজে লাগাতে পেরেছি। ১৭৬ রান ডিফেন্ড করার জন্য বোলারদের কৃতিত্ব।’’

Latest article