গিলের ব্যাটে স্বপ্নভঙ্গ বিরাটদের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯৭/৫ (২০ ওভার) গুজরাট টাইটান্স ১৯৮/৪ (১৯.১ ওভার)

Must read

বেঙ্গালুরু, ২১ মে : আরও একটা আইপিএল থেকে শূন্যহাতে ফিরতে হচ্ছে বিরাট কোহলিকে (RCB vs Gujarat Titans)। রবিবারের চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের দুই তারকার দুর্দান্ত ব্যাটিংয়ের। তবে কিং কোহলিকে শেষ পর্যন্ত ছাপিয়ে গেলেন শুভমন গিল। বিরাটের অনবদ্য সেঞ্চুরির পাল্টা ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে গুজরাট টাইটান্সকে ৬ উইকেটে ম্যাচ জেতালেন শুভমন। আর এই হারে এবারের মতো আইপিএল অভিযান শেষ আরসিবির। বরং প্লে-অফে উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

এদিন বৃষ্টির জন্য খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর। টস হেরে ব্যাট করতে নামা আরসিবির শুরুটা ভাল হলেও, ফাফ ডুপ্লেসি (১৯ বলে ২৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫ বলে ১১) পরপর আউট হয়ে যান। তবে দলকে একই টানেন বিরাট। আগের ম্যাচের পর এই ম্যাচেও দুরন্ত সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৬১ বলে ১০১ রান করে অপরাজিত থেকে যান বিরাট। তাঁর জন্যই স্কোরবোর্ডে দুশোর কাছাকাছি রান তুলেছিল আরসিবি (RCB vs Gujarat Titans)।
রান তাড়া করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার (১২) উইকেট হারিয়েছিল গুজরাট। তবে দারুণ ব্যাট করছিলেন শুভমন। বিজয়শঙ্কর শুরুর দিকে ব্যাটে-বলে করতে পারছিলেন না। তবে শুভমন প্রায় একার হাতেই দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিজয়শঙ্কর ৩৫ বলে ৫৩ করে আউট হওয়ার পর, দ্রুত দাসুন শনকা (০) ও ডেভিড মিলারের (৬) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল গুজরাট। কিন্তু শুভমনের সৌজন্যে পাঁচ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেন হার্দিক পান্ডিয়ারা। শুভমন শেষ পর্যন্ত ৫২ বলে ১০৪ রান করে নট আউট থাকেন।

আরও পড়ুন: সরকারি কর্মীদের দফতরে নিয়ম মেনে হাজিরায় নবান্নর বিজ্ঞপ্তি

Latest article