বজবজে বাজি কারখানায় আগুনে মৃত্যু হল তিনজনের

Must read

প্রতিবেদন : এগরা বিস্ফোরণকাণ্ডের পর এবার বজবজ (Budge Budge- Fire) থানার নন্দরামপুর দাসপাড়ায় অবৈধ বাজি কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। বজবজ ইএসআই হাসপাতালে তিনজনকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বজবজের নন্দরামপুর দাসপাড়ায় জয়দেব ঘাঁটির বাড়ির ছাদে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে যমুনা দাস (৬৫), জয়শ্রী ঘাঁটি (১০) ও পম্পা ঘাঁটি (৪৫)-র মৃত্যু হয়েছে। এরা বাজি কারখানার মালিক জয়দেব ঘাঁটির স্ত্রী, মেয়ে ও শাশুড়ি। কারখানার মালিক-সহ ৬ জনকে আটক করা হয়েছে। আজ, সোমবার ফরেনসিক দল আসছে। একইসঙ্গে পুলিশ, দমকল ও ফরেনসিক দল তদন্ত করবে। ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। দমকলের কর্মীরা ঘটনাস্থলে এলেও দমকলের ইঞ্জিনগুলিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি রাস্তা অতিরিক্ত সরু হওয়ায়। যদিও স্থানীয়রাই প্রথম অবস্থায় আগুন (Budge Budge- Fire) নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দমকলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আজ ফের শুরু নবজোয়ার যাত্রা

Latest article