প্রতিবেদন : একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে “খেলা হবে” স্লোগান দুর্দান্ত জনপ্রিয় ও ভাইরাল হয়েছিল। শাসক তৃণমূলের এই স্লোগান আজও আট থেকে আশি সকলের মুখে মুখে ফেরে। এরপর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস পালিত হয়।
আর এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও থিম “খেলা হবে”! খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা ভবানীপুরে এমন অভিনব থিমের ভাবনায় প্যান্ডেল তৈরি হয়েছে। ভবানীপুর দুর্গোৎসব সমিতির এবারের থিম ”খেলা হবে”। থিম পোস্টারেও দেখা গেল নীল-সাদা শাড়িতে ব্যান্ডেজ বাধা ভাঙা পা দিয়ে ফুটবলে ‘কিক’ মারার চিত্র। আর তার উপরে লেখা, “এবার ভবানীপুরে মা-এর হাত ধরে খেলা হবে।”
আরও পড়ুন : স্বপ্নে অভয় দিয়ে ত্রিপুরায় দেবী এখানে দ্বিভুজা
গোটা পুজো মন্ডপটাকেই সাজানো হয়েছে ফুটবল মাঠের আদলে। মূল মণ্ডপে মা দুর্গাকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন চার যুবক। তাদের পরণে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি। ঝাড়বাতি করা হয়েছে ফুটবল দিয়ে। এছাড়াও কিংবদন্তি হকি ও ক্রিকেটাদের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মণ্ডপজুড়ে। অলিম্পিকে সোনাজয়ী জাভলার নীরজ চোপড়ার মূর্তিও রয়েছে। ত্রিপুরায় খেলা হবে স্লোগান তুলে দীপা কর্মকারের মূর্তিও শোভা পাচ্ছে পান্ডেল জুড়ে।
অভিনব ভাবনায় এই মণ্ডপ তৈরি করেছেন শিল্পী বিশ্ব ভারতীর অধ্যাপক সৌমেন ঘোষ। প্রতিমা ও মডেল শিল্পী লাল্টু অধিকারী। পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী জানালেন, তাঁদের এই প্রতিমা তৈরি হয়েছে নবান্ন সংলগ্ন এলাকায়। অর্থাৎ, ভবানীপুর দুর্গোৎসব সমিতির দেবী দুর্গা নবান্ন থেকে এসেছেন ভবানীপুরে!