চেন্নাইয়ে পুজোর মেজাজে প্রবাসী বাঙালিরা

Must read

প্রদ্যুৎকুমার ঘোষ, চেন্নাই : দেশের বিভিন্ন প্রান্তে চলছে দুর্গোৎসব। ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে সূচনা হয়েছে সেই উৎসবের। ১০০ নারকেলের নাড়ুতে পাক দিয়ে চেন্নাইয়ের সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ষষ্ঠীতে সন্ধে সাড়ে ছটায় পুজোর সূচনায় করেন সদস্যরা। এবার ৪৩ তম বছরে পড়ল সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। ১৯৭৯ সাল থেকে ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই পুজো করে আসছেন।

আরও পড়ুন : নবান্ন থেকে পুজো মণ্ডপে দেবী দুর্গা”! ভবানীপুরে এবার থিম “খেলা হবে

বোধনের পাশাপাশি ষষ্ঠীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে গল্প পাঠ। যেখানে লেখক হিসেবে ৪ সদস্য তাঁদের নিজেদের লেখা গল্প পাঠ করেন। এরপরে নাচ-গান-আবৃত্তির অনুষ্ঠান হয়। সব মিলিয়ে দুর্গোৎসবের মেজাজে চেন্নাইয়ের প্রবাসী বাঙালিরা।

Latest article