প্রতিবেদন : দূরপাল্লার মেল-এক্সপ্রেস ট্রেনের মেনুতেও এবার আসছে বড় মাপের পরিবর্তন। যাত্রীদের পছন্দ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কথা মাথায় রেখে এবার ট্রেনের খাবারে বন্ধ করে দেওয়া হবে পেঁয়াজ-রসুনের ব্যবহার। যে ধরনের খাবার দেওয়া হোক না কেন তাতে আর পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হবে না। আইআরসিটিসি সূত্রে এই খবর মিলেছে।
আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব ত্রিপুরা বিজেপিতে
পেঁয়াজ ও রসুন দেওয়া খাবার যে একেবারেই বন্ধ হচ্ছে তা নয়। কোনও যাত্রী চাইলে তাকে পেঁয়াজ রসুনযুক্ত খাবার দেওয়া হবে। আপাতত বেশকিছু প্রিমিয়াম ট্রেনে পেঁয়াজ, রসুন ছাড়া খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। খোদ রেল মন্ত্রকের নির্দেশ মেনেই এই বদল বলে খবর। মূলত রাজধানী, দূরন্ত, বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেই আপাতত এই পেঁয়াজ-রসুন ছাড়া খাবার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অন্য সব মেল-এক্সপ্রেস ট্রেনেও একই ধরনের খাবার চালু করার কথা ভাবছে আইআরসিটিসি। সংস্থার তরফে দাবি করা হয়েছে, বহু যাত্রী পেঁয়াজ, রসুন দেওয়া খাবার খেতে চান না। ধর্মীয় কারণেও ট্রেনযাত্রা পথে অনেকেই পেঁয়াজ, রসুন যুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলেন। তাঁদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।