সংবাদদাতা, চণ্ডীপুর : বিরোধী দলনেতার কনভয়ের গাড়ির ধাক্কায় চণ্ডীপুরের যুবকের মৃত্যুর ঘটনায় জোরদার তদন্ত শুরু করল সিআইডি। সিআরপিএফের ডেপুটি সুপারকে ই-মেল করে সিআইডি জানতে চেয়েছে, ঘটনার দিন কতগুলি গাড়ি বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে ছিল, চালক কারা ছিলেন, যে গাড়িটি আটক করা হয়েছে, তার মালিকের নাম কী ইত্যাদি।
আরও পড়ুন-কর্নাটকের ধাঁচে মধ্যপ্রদেশেও একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের
সঙ্গে ভিআইপির নিরাপত্তার দায়িত্বে-থাকা কেন্দ্রীয় বাহিনীর ইনচার্জের কাছে গোয়েন্দারা জানতে চেয়েছেন রাস্তায় নামার আগে কনভয়ের গাড়িগুলি কে পরীক্ষা করে, গাড়িগুলির রেজিস্ট্রেশন নম্বর কত, আহত যুবককে হাসপাতালে না নিয়ে গিয়ে সিআরপিএফ অফিসারদের কে সেদিন ঘটনাস্থল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন, কেন তাঁরা আহতকে হাসপাতালে নিয়ে গেলেন না? এছাড়াও ৪ মে রাতের দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সিআইডি প্রতিনিধিরা। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বিরোধী দলনেতা গাড়ি নিয়ে চলে যান কাঁথির দিকে। ঠিক সময়ে আহতকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত।