নবজোয়ার ঠেকাতেই এজেন্সির তলব, কৃষ্ণনগরের সভায় যুবনেত্রী সায়নী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি এখন জনজোয়ারে পরিণত হয়েছে। তাই বিজেপি এখন প্রতিহিংসামূলক রাজনীতিতে নেমেছে

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি এখন জনজোয়ারে পরিণত হয়েছে। তাই বিজেপি এখন প্রতিহিংসামূলক রাজনীতিতে নেমেছে। তারা লেলিয়ে দিচ্ছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে। সিবিআই অভিষেককে ডেকে পাঠাচ্ছে যাতে নবজোয়ার কর্মসূচি ব্যাহত হয়। মঙ্গলবার কৃষ্ণনগরে নদিয়া উত্তর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে এক জনসভায় এই অভিযোগ করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।

আরও পড়ুন-চণ্ডীপুরের দুর্ঘটনায় তদন্তে সিআইডি

ভরা সভায় সায়নী আরও বলেন, অভিষেকের নবজোয়ার যাত্রা এখন জনজোয়ারে পরিণত হয়েছে। এই উচ্চতার কর্মসূচি আগে কখনও হয়নি বলে দাবি করেন সায়নী। তৃণমূল কংগ্রেসে থেকে কেউ কেউ নাকি কংগ্রেসে চলে যাচ্ছে, এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে সায়নী ঘোষ স্পষ্ট জানান, কেউ যেতে পারে, তবে যারা যাচ্ছে তারা বুঝে গিয়েছে যে তৃণমূল কংগ্রেসে থেকে তাদের দুর্নীতি করা চলবে না। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নিয়েছে দল। এ ব্যাপারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন। ফলে সুবিধাবাদী বা দুর্নীতিগ্রস্তরা দল ছাড়তেই পারে। এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না, উল্টে লাভ হবে।

Latest article