বকেয়া আদায় আন্দোলনের ঢেউ পৌঁছবে দিল্লিতেও

তবে মঙ্গলবার সকালে ফের ধরনা মঞ্চে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান শুরু হয়। এদিন মন্ত্রী শশী পাঁজা ও সাবিনা ইয়াসমিন যোগ দিয়েছেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ঔদ্ধত্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বাংলাকে বঞ্চিত করছে। কিন্তু বাংলার মানুষ ছাড়বে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে আছেন। পাওনা আদায়ের লড়াই চলবে। আন্দোলনের ঢেউ পৌঁছবে দিল্লিতেও। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে শিলিগুড়ির ধরনা মঞ্চে দ্বিতীয় দিনে এভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন মন্ত্রী শশী পাঁজা।

আরও পড়ুন-নবজোয়ার ঠেকাতেই এজেন্সির তলব, কৃষ্ণনগরের সভায় যুবনেত্রী সায়নী

৩২ ঘণ্টার ধরনা মঞ্চে দ্বিতীয় দিনে মঙ্গলবার যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা-সহ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার পরে শিলিগুড়িতে শুরু হয়েছে ধরনা অবস্থান। সোমবার সকাল থেকে ধরনা অবস্থান শুরু হয়। রাতে রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, স্মিতা বক্সি, পাপিয়া ঘোষরা রাতে ধরনা মঞ্চেই কাটিয়েছেন। তবে মঙ্গলবার সকালে ফের ধরনা মঞ্চে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান শুরু হয়। এদিন মন্ত্রী শশী পাঁজা ও সাবিনা ইয়াসমিন যোগ দিয়েছেন।

আরও পড়ুন-চণ্ডীপুরের দুর্ঘটনায় তদন্তে সিআইডি

পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য, অর্পিতা ঘোষ, স্মিতা বক্সি, মালা রায়, পাপিয়া ঘোষ, মিলি সিনহা, গৌতম দেব ও রঞ্জন সরকার ধরনায় উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকে সারাদিন ধরনা মঞ্চে অবস্থানে থেকে বিকেল ৫টা নাগাদ ৩২ ঘণ্টা সময় শেষ করে ধরনা শেষ হয়। তবে এদিন ধরনা মঞ্চে যোগ দিয়ে শশী পাঁজা বলেন, কেন্দ্রীয় সরকার একাধিক খাতে রাজ্য সরকারকে হকের টাকা দিচ্ছে না। ঔদ্ধত্য নিয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে। বাংলাকে বঞ্চিত করছে। এটা কোনও দয়াদাক্ষিণ্যের টাকা নয়। এটা হকের লড়াইয়ের জন্য লড়ছি। এই জন্যই এই অবস্থান।

আরও পড়ুন-কর্নাটকের ধাঁচে মধ্যপ্রদেশেও একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের

এর প্রতিবাদ দিল্লির বুকেও হবে, দলনেত্রী সেটা বলেছেন। তিনি আরও বলেন যে, বাংলার গরিব মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে তারা। আইনবিরুদ্ধ কাজ করছে। কেউ যদি বলে ১০০ দিনের কাজ করবে তবে তাকে নিতে হবে। কিন্তু তাকে নির্দিষ্ট সময়ে টাকাও দিতে হবে। কিন্তু আমরা দেখছি ২০২১ ডিসেম্বরের পরে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা ও বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না।

Latest article