প্রতিবেদন : বাঁকুড়ায় জনসংযোগ যাত্রার মাঝেই রাস্তায় নেমে কুর্মিদের দাবি-দাওয়া শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খাতরায় যাওয়ার পথে কুর্মি সম্প্রদায়ের মানুষেরা দাঁড়িয়েছিলেন অভিষেকের সঙ্গে দেখা করবেন বলে। তাঁদের দেখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর গাড়ির কনভয় থামিয়ে দেন। এরপর সটান গাড়ি থেকে নেমে আসেন তাঁদের মাঝে। কুর্মিরা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে একাধিক দাবি নিয়ে আন্দোলন করছেন। কিন্তু তাঁদের সমস্যার সুরাহা হয়নি।
আরও পড়ুন-পঞ্চায়েতের প্রচারে চায়ে পে আড্ডা প্রাক্তন মন্ত্রীর
সব শুনে অভিষেক তাঁদের বলেন, তিনি নবজোয়ার কর্মসূচি নিয়ে দু’মাসের জন্য বেরিয়েছেন। আরও ২৫ দিন বাইরে থাকবেন। কলকাতায় ফিরে গিয়ে তাঁদের বিষয়টি নিয়ে তিনি উদ্যোগী হবেন। এমনকী এও বলেন, তাঁদের উজিয়ে কলকাতায় যেতে হবে না, তিনি কুর্মিদের কাছ থেকে সব কাগজপত্র আনিয়ে নেবেন। সেইসঙ্গে অভিষেক অনুরোধ করেন, আপনারা রেল-রাস্তা বন্ধ করে আন্দোলন করবেন না, এতে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধে হয়। অনেক বৃদ্ধ-রোগী-গর্ভবতী মহিলা থাকতেই পারেন। অবরোধ, আন্দোলন করলে সাধারণ মানুষ বিপদে পড়েন। এটা করবেন না। আমি দলীয় স্তরে যা করার করব। আপনারা ভাববেন না। উপস্থিত সকলের সঙ্গে কথা বলে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মসূচির দিকে রওনা হয়ে যান।
আরও পড়ুন-লিজ নেওয়া জমির অধিকার
এদিন খাতরায় রোড শো করেন অভিষেক। সেখানে জনসমুদ্রে ভেসে যান তিনি। রোজকার মতো এদিনও যথারীতি গাড়ির মাথায় উঠে পড়েন তিনি। অভিষেককে কাছে পেয়ে আমজনতাও ছিল উদ্বেলিত। তবে ঝড়-বৃষ্টির কারণে এদিন সিমলাপালের জনসভা বাতিল করতে হয়।