ব্যুরো রিপোর্ট : পরিশ্রমের ফল। উচ্চমাধ্যমিকে (West Bengal HS Result) জয়জয়কার উত্তরের। মালদহ, শিলিগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে নাম উঠে এসেছে মেধাতালিকায়। মেধাতালিকায় মালদহের তিন ছাত্রছাত্রী। ৪৮৮ নম্বর পেয়ে নবম স্থানে দেবাঙ্গনা দাস। শিলিগুড়ির নেতাজি গার্লস স্কুলের ছাত্রী উৎসা কুণ্ডু ৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে। সিরিন আলম ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম হয়েছে। কালিম্পংয়ের স্নেহা নেপাল ছেত্রী উচ্চমাধ্যমিকে নেপালি ভাষায় ৪৬৫ নম্বর পেয়ে রাজ্যে (West Bengal HS Result) প্রথম হয়েছে। উত্তর দিনাজপুর থেকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫। নবম স্থানে প্রত্যুষা দাম। প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে পুষ্পিতা মোদক। প্রাপ্ত নম্বর ৪৮৭। ধূপগুড়ি থেকে ষষ্ঠ অঙ্কুর রায়। দশম স্থানে সময়িতা দাশগুপ্ত। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। আরেক ছাত্রী সুচেতনা জানা, তাঁরও প্রাপ্ত নম্বর ৪৮৮। সপ্তম স্থানে আলিপুরদুয়ারের সন্দীপ ঘোষ। প্রাপ্ত নম্বর ৪৯০। দক্ষিণ দিনাজপুরের ৪ পড়ুয়া রয়েছে মেধাতালিকায়। তৃতীয় স্থানে শ্রেয়া মল্লিক ও অনসূয়া সাহা। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। অষ্টম স্থানে সপ্তক দাস। কোচবিহার থেকেও রয়েছে ষষ্ঠ, নবম এবং দশম স্থানের কৃতীরা।
আরও পড়ুন- বাজি কারখানা বন্ধে শিবকাশী মডেল