জামাইষষ্ঠীর মিষ্টিতে নজরকাড়া থিম

জামাইষষ্ঠীর ছোঁয়া এবার হাওড়ার মিষ্টির দোকানে। আজ বৃহস্পতিবার জামাইষষ্ঠী। বাংলার ঘরে ঘরে জামাইকে যত্ন করে খাওয়ানো সব শ্বশুরবাড়িরই রেওয়াজ

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: জামাইষষ্ঠীর ছোঁয়া এবার হাওড়ার মিষ্টির দোকানে। আজ বৃহস্পতিবার জামাইষষ্ঠী। বাংলার ঘরে ঘরে জামাইকে যত্ন করে খাওয়ানো সব শ্বশুরবাড়িরই রেওয়াজ। শাশুড়িরা যত্ন করে হরেক খাবার ও মিষ্টির থালা সাজিয়ে জামাইয়ের হাতে তুলে দেন। এবার বাংলার চিরাচরিত জামাইষষ্ঠীর এই ঐতিহ্যের ছবি এবার হাওড়ার মিষ্টির দোকানেও ফুটে উঠেছে। শিবপুর, বিগার্ডেন, বিই কলেজের আশপাশ অঞ্চলের মিষ্টির দোকানে এবার একাধিক মিষ্টিতে জামাইষষ্ঠীর থিম ফুটে উঠেছে।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে উত্তরের জয়জয়কার

ক্ষীরের তৈরি জামাই মিষ্টির প্লেট হাতে খাচ্ছেন। আর শাশুড়ি পাশে বসে স্নেহভরে জামাইকে বাতাস করছেন। অভিনব এই ‘শাশুড়ি-জামাই’ মিষ্টি এবার হাওড়ায় হটকেক। জামাইষষ্ঠীর মিষ্টি কিনতে এসে সবাই এই বিশেষ মিষ্টিই বেশি কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়াও ২০০ টাকার জামাইষষ্ঠী মিষ্টির স্পেশাল প্লেট রাখা হয়েছে। যেখানে জামাইষষ্ঠী উপলক্ষে একাধিক অভিনব মিষ্টি রাখা হয়েছে। সকাল থেকেই সেইসব মিষ্টি কিনতে হাওড়ার দোকানে দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। তবে ‘শাশুড়ি-জামাই’ মিষ্টির চাহিদাই এবার সবচেয়ে বেশি বলে দোকানদাররা জানালেন।

Latest article