মোরাম রোডকে (Moram Road) একটি কংক্রিটের রাস্তা করা দরকার। আর সেই আর্জি নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দ্বারস্থ হন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। কেচান্দা ও ছোট কেচান্দার উপরে কংক্রিটের রাস্তা দরকার।
আরও পড়ুন-শনিবার এগরা হয়ে শালবনিতে নবজোয়ারে অভিষেকের সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
ঠিকানা: ভিল: উপড় কেচেন্দা, আঁচল: ব্রজরাজপুর, ব্লক: ইন্দপুর, এসি: তালডাংরা, পিএস:
ইন্দপুর, বাঁকুড়া জেলা | যোগাযোগের নম্বর: 9800944067
সমস্যা: মোরাম রোডকে একটি কংক্রিটের রাস্তা করা দরকার। কেচান্দা ও ছোট কেচান্দার উপরে কংক্রিটের রাস্তা দরকার (পাত্রপুকুর থেকে গণেশ মণ্ডল বাড়ি (1 কিমি) এবং কালীপদ মোদক বাড়ি থেকে ভাঙ্গা বাঁধ পুকুর)।
আরও পড়ুন-‘আমার নিরাপত্তা পরে, আগে মানুষকে বাঁচাতে হবে’, পুরুলিয়া থেকে বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পর, বিডিও আজ পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।