রাস্তার সমস্যা, অভিষেকের হস্তক্ষেপের পরেই দ্রুত সমাধান

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পর, বিডিও আজ পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

Must read

মোরাম রোডকে (Moram Road) একটি কংক্রিটের রাস্তা করা দরকার। আর সেই আর্জি নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দ্বারস্থ হন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। কেচান্দা ও ছোট কেচান্দার উপরে কংক্রিটের রাস্তা দরকার।

আরও পড়ুন-শনিবার এগরা হয়ে শালবনিতে নবজোয়ারে অভিষেকের সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

ঠিকানা: ভিল: উপড় কেচেন্দা, আঁচল: ব্রজরাজপুর, ব্লক: ইন্দপুর, এসি: তালডাংরা, পিএস:
ইন্দপুর, বাঁকুড়া জেলা | যোগাযোগের নম্বর: 9800944067

সমস্যা: মোরাম রোডকে একটি কংক্রিটের রাস্তা করা দরকার। কেচান্দা ও ছোট কেচান্দার উপরে কংক্রিটের রাস্তা দরকার (পাত্রপুকুর থেকে গণেশ মণ্ডল বাড়ি (1 কিমি) এবং কালীপদ মোদক বাড়ি থেকে ভাঙ্গা বাঁধ পুকুর)।

আরও পড়ুন-‘আমার নিরাপত্তা পরে, আগে মানুষকে বাঁচাতে হবে’, পুরুলিয়া থেকে বার্তা অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পর, বিডিও আজ পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

Latest article