ময়নাগুড়ির দোমোহনী ১ নম্বর ব্লকের ইরা পালের (৬৫) মুশকিল আসান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর জন্য বার্ধক্যভাতার ব্যবস্থা করে দিলেন তিনি। আর্থিক সঙ্গতিহীন পরিবারটিকে আর্থিক সাহায্যও করা হয় তাঁর নির্দেশেই। ইরা পাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। বার্ধক্যভাতার ব্যবস্থা করে দিয়েছেন উনি। ওঁর নির্দেশে দলীয় কর্মীরা এসে আমাকে আর্থিক সাহায্যও করেছেন। মায়ের পাশে দাঁড়িয়ে ইরাদেবীর ছেলে পার্থ পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন আমার মা। ষাটোর্ধ্ব হওয়ায় সেটি বার্ধক্যভাতার আওতায় চলে আসে। সেখানেও কিছু সমস্যা হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে যখন এখানে এসেছিলেন তাঁকে সমস্যাটি জানিয়েছিলাম। উনি কথা দিয়েছিলেন সমাধানের। কথা রেখেছেন তিনি।
আরও পড়ুন-সংস্কৃত কলেজের সঙ্গে মৌ স্বাক্ষর