বেলাগাম ভাড়া অ্যাম্বুল্যান্সের, কড়া কমিশন

Must read

প্রতিবেদন : অ্যাম্বুল্যান্সের (Ambulance- West Bengal) দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি নবান্নে (Nabanna) স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহণ সচিবের সঙ্গেও কথা বলেছে কমিশন। বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, অ্যাম্বুল্যান্সের (Ambulance- West Bengal) দৌরাত্ম্য রুখতে দ্রুত কড়া পদক্ষেপ নেবে কমিশন। তিনি জানান, অ্যাম্বুল্যান্সের ভাড়া কত হওয়া উচিত, তা আগেই কমিশন নির্দিষ্ট করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অ্যাম্বুল্যান্স চালকরা সেই ভাড়ার অতিরিক্ত টাকা দাবি করছেন বলে অভিযোগ। স্বাস্থ্যসাথীতে রোগী প্রত্যাখ্যান নিয়েও কমিশন একটি গাইডলাইন তৈরি করতে চলেছে।

আরও পড়ুন- সংস্কৃত কলেজের সঙ্গে মৌ স্বাক্ষর

Latest article