শিশু-কিশোরদের টিকাকরণের অনুমতি দিল কেন্দ্র। কোভিড সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ব্যবহারে অনুমোদন দিল। কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্রের সুপারিশ ডিসিজিআই-এর কাছে এর মধ্যেই পাঠানো হয়েছে। এক্সপার্ট কমিটি সেই চূড়ান্ত ছাড়পত্র দেবে।
১৮ বছরের কম বয়সের শিশু-কিশোরদের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ করেছে ভারত বায়োটেক। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য এক্সপার্ট কমিটিতে পাঠানো হয়। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার চূড়ান্ত ছাড়পত্রের জন্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল এর কাছে জমা দিয়েছে সুপারিশ এক্সপার্ট কমিটি।
আরও পড়ুন-নাশকতার ছক বানচাল, দিল্লীতে গ্রেফতার পাক জঙ্গি
এক বিবৃতিতে সাবজেক্ট এক্সপার্ট কমিটি জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কমিটি ২ থেকে ১৮ বছর বয়সের শিশু ও কিশোরদের জন্য আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ওই ভ্যাকসিনের ছাড়পত্রের অনুমোদন সংক্রান্ত সুপারিশ করেছে তারা।
এই ট্রায়ালে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি। উৎসবের পর এই সব জায়গায় স্কুল খোলার তোড়জোড় শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণ হয়ে গেলে তা বেশ খানিকটা স্বস্তি দেবে অভিভাবকদের।