ছোটদের তৈরি পটচিত্র মন্ডপ কলকাতায়

Must read

বাংলার সুপ্রাচীন শিল্পকলা পটচিত্রকে এবার তাদের পুজোর থিম হিসাবে বেছে নিয়েছে সরকারপুল শম্পামির্জা নগর সরকারি আবাসন, ফেজ ১এর দুর্গোৎসব কমিটি। তবে পটচিত্রের চিরাচরিত ধরণকে ব‍্যবহার করা হয়নি এখানে।বদলে মূল ভাবনাকে এক রেখে এই শিল্পকে নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছেন আবাসনের আবাসিকরা‌।

আরও পড়ুন-শিশু-কিশোরদের কোভাক্সিন টিকাকরণের অনুমতি কেন্দ্রের

পট বা কাপড়ের পরিবর্তে এখানে সমগ্র শিল্পকর্মটি ফুটিয়ে তোলা হয়েছে ফেলে দেওয়া প‍্যাকিং বাক্সের গায়ে। আর পটুয়াদের বদলে এই থিমকে রূপদান করেছেন আবাসনের মহিলারা এবং খুদে সদস্যরা। এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছোট ছোট হাতের তুলির টানে গোটা মন্ডপ রঙিন হয়ে উঠেছে। আর সেখানেই এই পুজোর বিশেষত্ব।আবাসিকদের এই নান্দনিক প্রয়াস আপনারাও চাইলে চাক্ষুষ করে আসতে পারেন।

Latest article