সংবাদদাতা, শিলিগুড়ি : শহরের পরিধি বেড়েছে। কিন্তু সাধারণ মানুষের চলাচলের সিটি বাস (siliguri city bus) এখন বন্ধ। সেই সিটি বাসকে ফিরে পেতে চাইছেন শিলিগুড়িবাসী। তাই সাধারণ মানুষের দাবি মেনে শিলিগুড়ি শহরে সিটি বাস (siliguri city bus) চালানোর উদ্যোগ নিচ্ছেন মহানাগরিক গৌতম দেব। শনিবার টক টু মেয়র-এ গৌতম দেবের (Gautam Dev) কাছে ফোন করে শিলিগুড়ি শহরে সিটি বাস চালানোর দাবি জানালেন এক ব্যক্তি। সেই পরিপ্রেক্ষিতেই গৌতম শহরে সিটি বাস চালানোয় সায় দিয়েছেন। এই নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে করবেন তিনি। গৌতম জানান, শিলিগুড়ি শহরের চারটি রুটে সিটি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে সালুগড়া পর্যন্ত একটি বাস। নিউজলপাইগুড়ি থেকে বাবুপাড়া হয়ে চম্পাসারি পর্যন্ত। নিউজলপাইগুড়ি থেকে ডাবগ্রাম হয়ে ভারতনগর হয়ে বিধান মার্কেট পর্যন্ত। আপাতত এই রুটগুলিতে সিটি বাস চালানোর পরিকল্পনা নিয়েছেন মেয়র। এই নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের সঙ্গেও কথা বলবেন তিনি। ৩০ তারিখে শিলিগুড়ি শহরে আসছেন পরিবহণ মন্ত্রী। এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে বৈঠকে করবেন বলে জানিয়েছেন গৌতম।
আরও পড়ুন- আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন অভিষেক, ৩দিনের মধ্যে চেক হাতে পেলেন বিশেষভাবে-সক্ষম ব্যক্তি