দলে রাহুল, জয় ডায়মন্ড হারবারের

Must read

প্রতিবেদন : কলকাতা লিগের জন্য জোরদার প্রস্তুতি চলছে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC)। শনিবার মরশুমের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও দাপটে জিতল কিবু ভিকুনার দল। বিধাননগর পুরসভার মাঠে এদিন ডায়মন্ড হারবার প্র্যাকটিস ম্যাচ খেলে স্থানীয় বিধানগর স্পোর্টস কমপ্লেক্স টিমের বিরুদ্ধে। যারা কলকাতা লিগের তৃতীয় ডিভিশন থেকে এবার দ্বিতীয় ডিভিশনে খেলবে। ম্যাচটি এদিন ২-০ গোলে জেতে ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। দুই গোলদাতা বিক্রমজিৎ সিং এবং সন্তোষ ওরাওঁ।

আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ম্যাচ জিতে নেয় কিবুর দল। প্রথমার্ধে বিক্রমজিতের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। বিরতির আগে গোলের ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সন্তোষ। গোলের সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বাড়ত। প্রায় সব ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নেন কিবু। টিম কম্বিনেশন তৈরিতেই জোর দিচ্ছেন ডায়মন্ড হারবার কোচ।

আরও পড়ুন- আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন অভিষেক, ৩দিনের মধ্যে চেক হাতে পেলেন বিশেষভাবে-সক্ষম ব্যক্তি

অনুশীলন, প্রস্তুতি ম্যাচ খেলার পাশাপাশি আরও কয়েকজন নতুন ফুটবলার রিক্রুটের কাজও চলছে। ইস্টবেঙ্গল, মহামেডানে খেলা স্ট্রাইকার রাহুল পাসোয়ানকে সই করিয়েছে ক্লাব। দু’বছর আগে কলকাতা লিগে বিএসএস-এর হয়ে খেলে নজর কাড়েন বাংলার ছেলেটি। সোমবার থেকে ডায়মন্ড হারবারের অনুশীলনে নামবেন রাহুল। নতুন দুই রিক্রুট কেরলের মিডফিল্ডার রশিদ এবং মণিপুরের মিডিও হাওকিপও অনুশীলনে যোগ দেবেন সোমবার। একই দিনে অনুশীলনে যোগ দেবেন শেখ সলমন। দলের প্রস্তুতি নিয়ে খুশি ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ।

Latest article