প্রতিবেদন : শুক্রবার রাতে শালবনির নবজোয়ার যাত্রায় হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কুর্মি সংগঠনের রাজ্য সভাপতি-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এর সঙ্গে কুর্মি সমাজ (পশ্চিমবঙ্গ)-এর রাজ্য সম্পাদক রাজেশ মাহাতো, সংগঠনের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরেন মাহাতো, অন্যতম জেলা নেতা শিবাজি মাহাতো-সহ বেশ কয়েকজনকে শনিবার দুপুরের পর নয়াগ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন-প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লি
শনিবার শালবনির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি না আমাদের কুর্মি ভাইয়েরা এই কাজ করেছে। এর পিছনে রয়েছে বিজেপির হার্মাদরা। ওরা অভিষেককে টার্গেট করেছিল। বীরবাহার ওপর হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। কুর্মিদের ছদ্মবেশে বিজেপির হার্মাদদের এই হামলার কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর এদিন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি সাংবাদিক বৈঠক ডেকে ওই হামলার তীব্র নিন্দা করেন। সংগঠনের নেতারা বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমাদের কোনও লোক ওখানে ছিল না। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় অথবা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিনজনকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। সন্দেহভাজন আরও অনেকের খোঁজ চলছে।