প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লি

Must read

প্রতিবেদন : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লির (Rain- Delhi) জনজীবন। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে বিমান এবং ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। দিল্লিগামী ৬টি বিমানকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে দিল্লির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আগামী দু’দিন এই বৃষ্টি চলবে বলে মৌসম ভবন জানিয়েছে। একইসঙ্গে আইএমডি জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিল্লির আবহাওয়া থাকবে আরামদায়ক।

আরও পড়ুন- মোদির রাজ্যে বেহাল দশা শিক্ষাব্যবস্থার, ১৫৭টি স্কুলে পাশ করল না কেউ

দিল্লির (Rain- Delhi) পাশাপাশি নয়ডা, ফরিদাবাদ ও গুরুগ্রামে চলছে প্রবল বর্ষণ। শনিবার সকাল থেকে গোটা আকাশ ছিল কালো মেঘে ঢাকা। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নেমেছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। সেই পরিস্থিতি থেকে মানুষকে রেহাই দিয়েছে এই বৃষ্টি। শনিবার আইএমডি এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী দু’দিন দিল্লি ও সংলগ্ন এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে চলবে ভারী বৃষ্টি। আবহাওয়ার কারণে বিমান সংস্থাগুলি যাত্রীদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কখন বিমান ছাড়বে তা দেখে নিয়ে তাঁরা যেন বাড়ি থেকে বের হন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য বিমান ছাড়তে দেরি হবে।

Latest article