প্রতিবেদন : রবিবার শালবনির ক্যাম্পে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একান্তে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে শুরু হওয়া এই বৈঠকে প্রতিটি অঞ্চল ধরে-ধরে কী করতে হবে তার পরামর্শ দেন তিনি (Abhishek Banerjee)। এ-ছাড়া কয়েকটি বিষয় নির্দিষ্টভাবে উল্লেখ করে ভবিষ্যতে তা শুধরে চলার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, এই জেলায় দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগোর লড়াই চলছে। আমি ওঁকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন। সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন। সেই সঙ্গে অজিত মাইতি, দীনেন রায়, মানস ভুঁইয়া, জেলা সভাপতি সুজয়কে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেন। নারায়ণগড়, খড়্গপুর, মোহনপুর, দাঁতন, শালবনি, মোহনপুর ব্লকে সংগঠনে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। চন্দ্রকোনা রোড এলাকায় সমন্বয়ের অভাব রয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন। রবিবার শালবনিতে রোড-শো করেন তিনি (Abhishek Banerjee)। সেখানে নদীর ধারে ৫০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে শুনে তাঁদের সঙ্গেও দেখা করেন তিনি। এদিন শালবনির তমাল ব্রিজের কাছে গ্রামবাসীরা জমির যথার্থ অর্থমূল্য পাওয়া নিয়ে ক্ষোভ জানালে অভিষেক আশ্বাস দেন যথাযথ ব্যবস্থা নেওয়ার। কেশপুরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান তিনি। এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ছিল জনতার ঢল।
আরও পড়ুন- নয়া সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো নিয়ে মোদিকে নিশানা অভিষেকের