গদ্দারের ট্যুইট ও বক্তব্যেই প্রমাণিত কারা হামলাকারী

Must read

প্রতিবেদন : গড় শালবনিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) ওপর হামলায় বিজেপির হার্মাদরাই জড়িত বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার কার্যত তাঁর অভিযোগেই সিলমোহর পড়ল। এই হামলায় জড়িত থাকার অভিযোগ শনিবারই গ্রেফতার হয়েছেন কুর্মি নেতা রাজেশ মাহাত। কিন্তু তিনি গ্রেফতার হওয়ার পরই তাঁর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী নেতা। রাজেশ মাহাতর পাশে দাঁড়িয়ে ট্যুইটও করেন তিনি। এরপরই তৃণমূলের দাবি, গদ্দারের (Suvendu Adhikari) ট্যুইটেই পরিষ্কার হয়ে গিয়েছে এই হামলার নেপথ্যে আসলে কারা বা কাদের উর্বর মস্তিষ্ক ছিল। দলের মুখপাত্র কুণাল ঘোষ পালটা ট্যুইট করে বলেন, কনভয়ে হামলার চক্রান্তে জড়িত থাকার জন্য রাজেশ মাহাত গ্রেফতার। তার সমর্থনে বিবৃতি দিচ্ছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর থেকেই প্রমাণিত হামলার পিছনে কারা। এদিকে, এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। শনিবার ধৃত রাজেশ মাহাত-সহ চারজনকে ১ দিনের ও বাকিদের ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদিবাসী-কন্যা বীরবাহার ওপর এই হামলার প্রতিবাদে আগামী ৮ জুন রাজ্য জুড়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগনা মহল।

আরও পড়ুন- ব্যক্তি প্রচার বন্ধ হোক, ইগো ঝেড়ে ফেলুন

Latest article