আজ তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস (Byron Biswas)। বিধানসভায় ফের ‘শূন্য’ হয়ে গেল কংগ্রেস (Congress)। জেতার ৩ মাসের মধ্যেই তিনি দলবদল করলেন। সোমবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাইরনের হাতে পতাকা তুলে দেওয়ার পর সাংবাদিক বৈঠকে এর নেপথ্যের কারণ বুঝিয়ে দিলেন।
আরও পড়ুন-রামধনু জোটকে খোঁচা দিয়ে অভিষেক জানালেন, বিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে বায়রন
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সকলেই খুশি, বাইরন আজকে তৃণমূলে যোগ দিয়েছেন। এই বছর ২ মার্চে সাগরদিঘি উপনির্বাচনে ফল ঘোষণা হয়। সেখানে সাগরদিঘির মানুষের আর্শীবাদ নিয়ে জিতেছিলেন। বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেন। আমার সঙ্গে ওঁর যোগাযোগ হয়েছিল। জনসংযোগ যাত্রায় একাধিকবার ওঁর সঙ্গে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞ ও তৃণমূলের মতাদর্শকে সামনে রেখে তৃণমূলে যোগ দিলেন। আমার মনে হয় বাইরন মুর্শিদাবাদে ফিরে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করবেন। জাতি দলমত নির্বিশেষে কাজ করবেন। আগামী দিনে তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করবেন।’
আরও পড়ুন-বাংলার সমস্ত প্রকল্পে চলবে কেন্দ্রীয়ভাবে নজরদারি, চালু হচ্ছে পোর্টাল
অধীর চৌধুরীকে নিশানা করে এদিন অভিষেক বলেন, ‘আমাদের সভানেত্রী বলার পরও প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছেন, না আমরা কংগ্রেসের সৈনিক হিসাবে তৃণমূলের বিরুদ্ধেই লড়়ব। তার মানে আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়। অন্ততপক্ষে বাংলায় নয়। আর বাংলায় যদি আপনারা বিজেপির হাত শক্তিশালী করেন, তাহলে কেন্দ্রীয় সরকারের হাতও ২০২৪ সালে শক্তিশালী করছেন। A=B=C তাহলে A=C (বীজগণিতের অঙ্কে ফর্মুলা A=B, B=C)। এটা তো প্রমাণিত।আপনি একদিকে বললেন দিল্লিতে ইডি খুব খারাপ, আর বাংলায় বলছেন ইডি খুব ভাল। আমাদের নেত্রী বলেছেন, কর্ণাটকের নির্বাচনে আমরা কোনওভাবে লড়াই করছি না, অংশগ্রহণ করিনি। তাও আমরা বলেছি, নো ভোট টু বিজেপি। আপনি যে কোনও দলকে ভোট দিন, কিন্তু বিজেপিকে হারান। কর্ণাটকে কংগ্রেস জিতেছে, আমরা শুভেচ্ছা জানিয়েছি। কংগ্রেস যদি ভাবে এখানে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ব, আর অন্যদিকে বলব, তৃণমূল আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করছে না। এটা তো হতে পারে না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিন্তু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনি যদি তৃণমূলের হাত ধরেন, তাহলে তো বিজেপির হাত শক্ত হচ্ছে। অধীর চৌধুরী তাহলে কাকে মদত দিচ্ছেন? ২০১৯ সালে মুর্শিদাবাদ ও বহরমপুরে কে জিতেছিলেন? সেই ভোট ২০২১ সালে কার দিকে ট্রান্সফার হয়েছে?’