সংবাদদাতা, শিলিগুড়ি : ২০ বছর শহরে পানীয় জলের সমস্যা যাতে না হয় তাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই জলপ্রকল্পের কাজ শুরু করতে চলেছে পুর নিগম। তিস্তার জল পরিশোধিত করে শিলিগুড়ি শহরে পানীয় জল প্রকল্পের দ্বিতীয় টেন্ডারে বেড়ে রিজার্ভ প্রাইজ ২০২ কোটি টাকা রাখা হয়েছে। ৩ জুন তারিখে খোলা হবে টেন্ডার।
আরও পড়ুন-মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন ঠেকাতে রাজ্য ও ফরাক্কার যৌথ সমীক্ষা
নাগরিকদের দীর্ঘ কয়েক দশকের পানীয় জলের সমস্যার সমাধানে ৫১৯ কোটি টাকায় মেগা জলপ্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এ নিয়েই সোমবার পুর নিগমে মেয়র গৌতম দেব সমস্ত কাউন্সিলার ও ন্যাবকন সংস্থার সঙ্গে বৈঠক করেন। এর পরেই গৌতম বলেন, কয়েকটি পর্যায়ে ধাপে ধাপে বৃহত্তর প্রকল্পটি কাজ করা হবে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়ার ডাক দিয়েছে পুরদপ্তর। কলকাতার দুটি সংস্থা ও গুরগাঁওয়ের একটি সংস্থা টেন্ডারে অংশ গ্রহণ করেছে।