গতকাল, সোমবার ছিল আইপিএলের ফাইনাল। তা অনুষ্ঠিত হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। যে মাঠে ১ লক্ষ ৩২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ৮০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই স্টেডিয়াম। কিন্তু সেই মাঠের থেকে পরিকাঠামোর এত খারাপ প্রমাণ হয়ে গেল গতকাল। নরেন্দ্র মোদির স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে ১০টা নাগাদ বৃষ্টি থেমে গেলেও পরে খেলা শুরু করা সম্ভব হয়নি। মাঠের একটি পিচে জল জমে যাওয়ার দরুন খেলোয়াড় দৌড়াতে গেলে চোট পাওয়ার সম্ভাবনা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বৃষ্টি হওয়ার আধ ঘন্টার মধ্যেই জল বেরিয়ে যাবে। কিন্তু কোথায় কী! আরও একবার জুমলা রাজনীতি প্রকাশ্যে। যা নিয়ে শাহকে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
ট্যুইট করে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দয়া করে ‘অতি সম্মানিত’ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অবস্থা দেখুন। আপনি জনগণকে বোকা বানাতে পারবেন না। আমরা আপনার জুমলা রাজনীতি সম্পর্কে ভালোভাবে অবগত।”
HM @AmitShah, please see the condition of the ‘highly-regarded’ Narendra Modi Stadium.
You CANNOT fool the people.
We are well aware of your JUMLA POLITICS. pic.twitter.com/djFofZgJXs
— All India Trinamool Congress (@AITCofficial) May 30, 2023
বৃষ্টির সময় স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়তে থাকে। আর সেই জলে ভেসে যায় দর্শকাসন। এতে স্পষ্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সবচেয়ে ভালো স্টেডিয়ামে (Narendra Modi Stadium) কী অবস্থা!
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে বাস, মৃত ১০