ব্যুরো রিপোর্ট : কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত এবারও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জুন বৃহস্পতিবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেবেন। এই সংবর্ধনা নিতে স্বাভাবিকভাবেই বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে কৃতীদের। তাঁদের অভিভাবকরাও উৎসাহী।
আরও পড়ুন-বালি ভাস্কর্যে অভিষেকের জনসংযোগ
উত্তর-দক্ষিণের জেলাগুলি থেকে কৃতীদের কলকাতায় পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। মালদহের ৪৪ জন কৃতী ছাত্র-ছাত্রী আসছে সংবর্ধনা নিতে। আজ বুধবার তারা কলকাতা পৌঁছবে। আদিবাসী, তফসিলি-সহ সব সম্প্রদায়ের কৃতী ছাত্র-ছাত্রীদের কলকাতা যাওয়ার ব্যবস্থা করছেন মালদহ শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃতী পড়ুয়া ও অভিভাবক মহল। এই খবর পেয়েই উচ্ছ্বসিত মালদহ জেলার কৃতী ছাত্র-ছাত্রীরা। ডাক পেয়েছেন রাজ্যে আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যে সপ্তম স্থান লাভ করা হাতিমাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোনালিকা মুর্মু।
আরও পড়ুন-ভূতুড়ে গর্তের উদয়, ভয় কাটাতে ময়দানে বিজ্ঞানমঞ্চ
জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্ত জানান, মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের মালদহের ৪৪ জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আমন্ত্রণ পেয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার কোচবিহার থেকে কলকাতার পথে রওনা দেয়। জেলার ১১ জন কৃতী ছাত্র-ছাত্রীকে আজ ল্যান্সডাউন হলে সংবর্ধনা দিয়েছে কোচবিহার প্রশাসন৷ এরপর প্রশাসনের বাসে ছাত্রছাত্রী ও অভিভাবকদের তুলে দেন জেলাশাসক পবন কাদিয়ান ও জেলা শিক্ষা দফতরের আধিকারিকরা৷