সফল অস্ত্রোপচার সরকারি হাসপাতালে, গৃহবধূর পেটে ৮ কেজির টিউমার

এলাকার তৃণমূল কর্মীরা ভরসা জুগিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে নিখরচায় চিকিৎসা পরিষেবা মিলবে বলে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : সরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার করে এক মহিলার পেটের ভিতর থেকে বের করা হল ৮ কেজি ওজনের বিশাল টিউমার। কাটোয়া মহকুমা হাসপাতালে জটিল অপারেশনটি করেন বিশেষজ্ঞ চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল। অপারেশনের পর কেতুগ্রামের শিবলুন গ্রামের বধূ পারো হাজরা (৪৫) সুস্থ আছেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাতে সংবর্ধনা নিতে জেলা থেকে আসছে কৃতীরা

রবীন্দ্রনাথবাবু জানান, ‘‘মহিলা সুস্থ আছেন। তবে বায়োপসি করতে হবে। তার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা চলবে।’’ সরকারি হাসপাতাল থেকে এই চিকিৎসা মেলায় খুশি পারোর পরিবার। চিকিৎসাধীন পারোর পাশে দাঁড়িয়ে তাঁর মেয়ে পার্বতী জানান, ‘‘চৈত্র মাস থেকে মায়ের পেটে যন্ত্রণা শুরু হয়। পেটটা ক্রমশই ফুলে উঠছিল। স্থানীয় ডাক্তারদের দেখিয়ে ফল মেলেনি। আমরা খুবই গরিব। তাই যন্ত্রণা বাড়াবাড়ি আকার নেওয়ায় কাটোয়া হাসপাতালে ভর্তি করি।’’ তবে বায়োপসির রিপোর্ট খারাপ হলে কীভাবে চিকিৎসার খরচ চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পারোর পরিবার। এলাকার তৃণমূল কর্মীরা ভরসা জুগিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে নিখরচায় চিকিৎসা পরিষেবা মিলবে বলে।

Latest article