প্রকাশ্যে ক্ষমা চাইলে আলোচনা হতে পারে, ইমরানকে জানাল শাহবাজ সরকার

দেশের রাজনীতিতে প্রবল চাপে পড়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একে একে দলের একাধিক শীর্ষ নেতা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন

Must read

প্রতিবেদন : দেশের রাজনীতিতে প্রবল চাপে পড়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একে একে দলের একাধিক শীর্ষ নেতা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। পরিস্থিতি অনুকূল নয় বুঝতে পেরে তিনি সুর নরম করে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রেখেছিলেন। তাঁর ওই প্রস্তাবের প্রেক্ষিতে প্রথম দিকে শাহবাজ শরিফ সরকার কোনওরকম আলোচনায় বসার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন-সফল অস্ত্রোপচার সরকারি হাসপাতালে, গৃহবধূর পেটে ৮ কেজির টিউমার

মঙ্গলবার সরকারের তরফে পাল্টা জানানো হয়েছে, ৯ মে দেশজুড়ে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তার জন্য ইমরান যদি ক্ষমা চান তবেই তাঁর সঙ্গে আলোচনা হতে পারে। ইমরানের প্রস্তাব পাওয়ার পর শরিফ সরকার, প্রাক্তন প্রধানমন্ত্রীকে জঙ্গি, চোর, দাঙ্গাবাজ বলে তোপ দেগেছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে কিছুটা সুর বদলে পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেছেন, ৯ মের হিংসাত্মক ঘটনার জন্য ইমরান যদি প্রকাশ্যে ক্ষমা চান তবে তাঁর সঙ্গে আলোচনায় বসা যেতে পারে। শুধু সরকার নয়, সেনার বিরুদ্ধেও একাধিক বিরূপ মন্তব্য করে তাদের চক্ষুশূল হয়েছেন ইমরান। যে কারণে সেনাও চাইছে না, সরকার ইমরানের সঙ্গে কোনওরকম আলোচনায় বসুক।

Latest article